বিচারপতি সূর্যকান্ত, দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন। এ ব্যাপারে আইন ও ন্যায় বিচার মন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারী করা হয়েছে। সাংবিধানিক ক্ষমতার ভিত্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ এই নিয়োগে অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় আইন ও ন্যায় বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, বিয়াচ্রপতি সূর্যকান্তকে অভিনন্দন জানিয়েছেন। আগামী মাসের ২৪ তারিখ থেকে তাঁর নিযুক্তি কার্যকর হবে।
উল্লেখ্য, বিচারপতি সূর্যকান্ত হবেন দেশের ৫৩ তম প্রধান বিচারপতি। তিনি প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের স্থলাভিষিক্ত হবেন।
 
									 
		 
									 
									 
									