মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 21, 2025 7:14 PM

printer

বিচারপতি যশবন্ত বর্মাক অপসারিত করতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে সভার সদস্যরা স্মারকলিপি দিলেন।

বিচারপতি যশবন্ত বর্মাক অপসারিত করতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে সভার সদস্যরা স্মারকলিপি দিলেন। বিচারপতি বর্মার বিরুদ্ধে সংবিধানের ১২৪, ২১৭ ও ২১৮ অনুচ্ছেদের আওতায় ইমপিচমেন্ট প্রস্তাবে সই করেছেন লোকসভার ১৪৫ জন সদস্য। এঁদের মধ্যে রয়েছেন বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর, রবিশংকর প্রসাদ, রাজীব প্রতাপ রুডি, কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, এনসিপি-র সুপ্রিয়া সুলে-সহ অন্যান্যরা। বিচারপতি বর্মার বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় অনুসন্ধান করবে সংসদ।