বিখ্যাত মালওয়ালী চিত্র নির্মাতা শাজি এন কারুন থিরুভানন্তপুরমে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৭৩ বছর। মালয়েলি ভাষায় নতুন ধারার চলচ্চিত্র নির্মানে তিনি ছিলেন অন্যতম পথিকৃৎ। তার প্রথম ছবি পিরাভি সত্তর টি আনতর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছিল। ১৯৯৪ সালে নির্মিত দ্বিতীয় ছবি স্বহাম কাণ চলচ্চিত্র উৎসবে স্থান পায়। তাঁর বানপ্রস্থম ছবিটিও কানে প্রদর্শিত হয়েছিল।
শাজি এন করুণের ছবি সাতটি জাতীয় পুরস্কার এবং সাতটি কেরালা রাজ্য পুরস্কার জিতেছে।
মালায়ালাম সিনেমায় আজীবন অবদানের জন্য কেরালা সরকারের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান, জে সি ড্যানিয়েল পুরস্কারে ভূষিত হওয়ার কয়েকদিন পরই কিংবদন্তি এই চলচ্চিত্র নির্মাতার মৃত্যু হল।