May 18, 2025 3:24 PM

printer

বিকাশ ভবন ঘেরাও কর্মসূচিতে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য চাকরিহারা কয়েকজন শিক্ষককে পুলিশ ডেকে পাঠিয়েছে।

বিকাশ ভবন ঘেরাও কর্মসূচিতে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য চাকরিহারা কয়েকজন শিক্ষককে পুলিশ ডেকে পাঠিয়েছে। নোটিস পাঠিয়ে আগামী ২১শে মে’ তাঁদের বিধাননগর-উত্তর থানায় হাজির হতে বলা হয়েছে। হাজিরা না দিলে, তাঁদের গ্রেপ্তার করা হবে বলে জানানো হয়েছে নোটিশে।
গত বৃহস্পতিবারের ওই ঘটনায় সরকারি সম্পত্তি ভাঙচুর ও সরকারি কর্মচারীদের কাজে বাধাদানের অভিযোগে থানায় একাধিক ধারায় মামলা রুজু হয়। অন্যদিকে, ওইদিন আন্দোলনকারীদের ওপর লাঠি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।
এদিকে, চাকরিহারাদের এই আন্দোলনে সহমর্মিতা জানাতে আজ সামিল হবেন দৃষ্টিহীন শিক্ষক-শিক্ষিকারা। অবস্থান মঞ্চে প্রতীকী ‘উদয়নের পাঠশালায়’ তাঁরা ছাত্রছাত্রীদের পড়াবেন। প্রতিবন্ধকতাকে জয় করে জীবন যুদ্ধে নিজেদের জয়ী হওয়ার কাহিনী শোনাবেন তাঁরা।