বিকাশ ভবনের সামনে চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনে পুলিশের অতিসক্রিয়তার অভিযোগের মামলায় সুদীপ কোনার ও ইন্দ্রজিৎ মণ্ডলকে আগামীকাল সকাল ১০ টার মধ্যে বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন, তাদের বিরুদ্ধে পুলিশ কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না। রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও এজলাসে জানিয়েছেন, তারা চাকরিহারাদের প্রতি সহানুভূতিশীল। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে তাদের বিরুদ্ধে কোন কঠোর পদক্ষেপ করা হবে না।
পুলিশের কাছে কেস ডাইরি তলব করার পাশাপাশি বিচারপতি ঘোষ এদিন আন্দোলনকারী শিক্ষকদের ৫০ – ১০০ জন করে রোটেশন অনুযায়ী সেন্ট্রাল পার্কের ভিতরে শান্তিপূর্ণ আন্দোলন করার প্রস্তাব দিয়েছেন। কারণ এই আন্দোলন দীর্ঘদিন চালাতে হবে বলে পর্যবেক্ষণ আদালতের। আগামীকাল বিকেল চারটের সময় ফের শুনানি এই মামলার।