May 19, 2025 9:30 PM

printer

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের চলতি আন্দোলনে কোন দিশা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের চলতি আন্দোলনে কোন দিশা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজ উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে সাংবাদিকদের তিনি বলেন, ফের পরীক্ষায় না বসে স্কুলে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে কোন দাবি লিখিতভাবে আন্দোলনকারীদের পক্ষ থেকে তাঁর কাছে আসেনি। সুপ্রিম কোর্টের নির্দেশ অবহেলা করে অচলাবস্থা তৈরি করা কাঙ্ক্ষিত নয় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
এর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সরকারের প্রতি আস্থা রাখার জন্য আবারও চাকরিহারাদের কাছে আর্জি জানান। একই সঙ্গে আন্দোলনকারীদের নিজের সীমা রেখাও স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি এই আন্দোলনে বহিরাগত উস্কানির অভিযোগ তোলেন।