January 19, 2026 3:45 PM

printer

বিকশিত ভারত জি রাম জি আইন নিয়ে কংগ্রেস, দেশের মানুষকে বিভ্রান্ত করছে বলে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান অভিযোগ করেছে

বিকশিত ভারত জি রাম জি আইন নিয়ে কংগ্রেস, দেশের মানুষকে বিভ্রান্ত করছে বলে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান অভিযোগ করেছেন। আজ নতুনদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌহান বলেন, মনরেগা-র অধীনে কংগ্রেস যে অধিকার দিয়েছিল, তা কেবল কাগজেই সীমাবদ্ধ ছিল। কংগ্রেস তার ধারণা, আদর্শ এবং নীতি পরিত্যাগ করেছে এবং দেশের উন্নয়ন বা দরিদ্রদের কল্যাণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলেও মন্ত্রী অভিযোগ করেন। এই আইন সারা দেশে বাস্তবায়িত হবে এবং প্রতিটি গ্রাম পঞ্চায়েত এর আওতায় আসবে বলে শ্রী চৌহান মন্তব্য করেন।

শ্রী চৌহান বলেন, এই আইনটি প্রতিটি গ্রামীণ পরিবারকে আগের ১০০ দিনের পরিবর্তে কমপক্ষে ১২৫ দিনের মজুরিভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেয়। মোদী সরকারের অধীনে ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন বলে মন্ত্রী জানান।

মন্ত্রী বলেন, বিকশিত ভারত জি রাম জি আইনে তফসিলি জাতি, তফসিলি উপজাতি, মহিলা, প্রতিবন্ধী এবং দরিদ্রদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন আইনে নির্ধারিত সময়ের মধ্যে কাজ না পেলে বেকার ভাতা প্রদানেরও বিধান রয়েছে বলেও জানান তিনি।