বিকশিত ভারত জি-রাম-জি আইন কার্যকর হওয়ায় রাজ্যগুলি বিগত সাত বছরের তুলনায় আরও ১৭ হাজার কোটি টাকা বেশি বরাদ্দ পাবে। ২০ বছরের পুরনো এম জি নারেগা আইনের পরিবর্তে নতুন এই আইনটি চালু হওয়ায় রাজ্যগুলির এই সুবিধা হবে বলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক সমীক্ষার রিপোর্টে জানা গেছে। সম্প্রতি শেষ হওয়া সংসদের শীতকালীন অধিবেশন এই সংক্রান্ত বিলটি পাস হয় এবং পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর অনুমোদন ক্রমে এটি আইনে পরিণত হয়েছে। নতুন এই আইনে গ্রামীণ পরিবারগুলির জন্য ১-শো দিনের জায়গায় ১২৫ দিন কর্মসংস্হানের ব্যবস্হা রয়েছে।
Site Admin | December 29, 2025 3:05 PM
বিকশিত ভারত জি-রাম-জি আইন কার্যকর হওয়ায় রাজ্যগুলি বিগত সাত বছরের তুলনায় আরও ১৭ হাজার কোটি টাকা বেশি বরাদ্দ পাবে