January 13, 2026 10:07 PM

printer

বিকশিত ভারত গ্রামীণ কর্মসংস্থান (Viksit Bharat Gram G Act) আইন নিয়ে বিরোধীদলগুলি জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগে করেছেন কেন্দ্রীয় সংসদ ও সংখ্যালঘু মন্ত্রী কিরেণ রিজিজু।

বিকশিত ভারত গ্রামীণ কর্মসংস্থান (Viksit Bharat Gram G Act) আইন নিয়ে বিরোধীদলগুলি জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগে করেছেন কেন্দ্রীয় সংসদ ও সংখ্যালঘু মন্ত্রী কিরেণ রিজিজু। লখনউতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মানুষ খুব শীঘ্রই এই আইনের সুফল বুঝতে পারবে। এটি গ্রামীণ ভারতের কর্মসংস্থান ও উন্নয়নের ক্ষেত্রে রূপান্তর ঘটাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।



তিনি বলেন, আগের MGNREGA প্রকল্পটি দুর্নীতির প্রতিচ্ছবিতে পরিণত হয়েছিল, অথচ নতুন আইনটিতে শুধুমাত্র কর্মসংস্থানের সুযোগ নয়, বরং দায়বদ্ধতা নিশ্চিত করতে জরিমানার বিধানও রাখা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।