বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা বিকশিত ভারত জিরাম জি বিল ২০২৫ আজ ধ্বনিভোটে লোকসভায় পাশ হয়েছে। ২০ বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইন ২০০৫-এর পরিবর্তে এই বিল আনা হয়েছে।
আলোচনার জবাবী ভাষণে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, গরীব কল্যাণই বর্তমান সরকারের প্রাথমিক লক্ষ্য এবং অর্থ বরাদ্দের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কোনোরকম তফাত্ নেই। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বে মনরেগা প্রকল্প এই বিলে যথাযথভাবে কার্যকর হয়েছে। মনরেগায় পূর্বতন ইউপিএ সরকার মাত্র ২ লক্ষ ১৩ হাজার কোটি টাকা খরচ করে। অন্যদিকে, মোদী সরকার সেক্ষেত্রে খরচ করছে ৮ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা।
পরিসংখ্যান দিয়ে শ্রী চৌহান জানান, ইউপিএ সরকারের আমলে ২০০৬ সাল থেকে ২০১৩-১৪ পর্যন্ত এক হাজার ৬৬০ কোটি কর্মদিবস সৃষ্টি হয়েছিল। অন্যদিকে এনডিএ সরকারের আমলে কর্মদিবস সৃষ্টি হয়েছে তিন হাজার ২১০ কোটি। নতুন এই আইন রূপায়িত হলে প্রতিটি রাজ্যের জন্যই ন্যায়বিচার সুনিশ্চিত করা সম্ভব হবে বলেও শ্রী চৌহান জানান। তিনি অভিযোগ করেন, ইউপিএ সরকারের আমল থেকেই মনরেগাকে ঘিরে বিভিন্ন দুর্নীতির ঘটনা নজরে এসেছে। কিন্তু নতুন এই বিলের উদ্দেশ্য হল দুর্নীতি দূর করে স্বচ্ছতা সুনিশ্চিত করা, আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উন্নত গ্রাম গড়ে তোলা।
উল্লেখ্য, এই বিল রূপায়নে কেন্দ্র ৬০ শতাংশ এবং রাজ্য সরকার ৪০ শতাংশ ব্যয় ভার বহন করবে। তবে উত্তর পূর্বাঞ্চল ও হিমালয় সন্নিহিত রাজ্যগুলিকে দিতে হবে মোট বরাদ্দের মাত্র ১০ শতাংশ। বাকি ৯০ শতাংশ বহন করবে কেন্দ্র।