মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

February 20, 2025 7:25 PM

printer

বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ ডিরেক্টর জেনারেল স্তরে ৫৫ তম শীর্ষ বৈঠক আজ নতুন দিল্লীতে শেষ হয়েছে।

বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ ডিরেক্টর জেনারেল স্তরে ৫৫ তম শীর্ষ বৈঠক আজ নতুন দিল্লীতে শেষ হয়েছে। বৈঠকে অনুপ্রবেশ, সীমান্তে কাঁটাতার দেওয়া, সীমান্ত লাগোয়া অঞ্চলে অপরাধ, পাচার সহ একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বি এস এফের ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী এবং বর্ডার গার্ড বাংলাদেশের মহানির্দেশক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এই বৈঠকের নেতৃত্ব দেন। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, বি এস এফ জওয়ানদের ওপর বাংলাদেশ স্থিত দুষ্কৃতীদের করা হামলার ঘটনা কমাতে দুই দেশ ব্যবস্থা নেবে। এই বিষয়ে গভীর রাত এবং ভোরে বি এস এফ এবং বি জি বির একত্রে টহল, গ্রামবাসীদের সচেতন করা সহ একাধিক পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়।ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী জানান, গত বছর ৫ ই আগস্ট থেকে ভারত – বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের ঘটনা কমেছে। সীমান্তে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থার কারণে বেআইনি কার্যকলাপ কম হচ্ছে। এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশের ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন সেই দেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনাকে অনেক বাড়িয়ে দেখানো হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক সীমান্ত থেকে ৮ কিলোমিটার ভেতরে দুর্গা পূজার সময় প্যান্ডালগুলিতে নিরাপত্তা দেওয়া হয়েছে ও নিরাপত্তা চেয়ে সংখ্যালঘুদের একাধিক আবেদন সাড়া দিয়েছে সেদেশের নিরাপত্তা বাহিনী।