বিএসএফ-এর মহানির্দেশক দলজিৎ সিং চৌধুরী বলেছেন, এ বছর জাতীয় একতা দিবসের উৎসব হবে অত্যন্ত জাকজমকপূর্ণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিরাপত্তাকর্মীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসবেন। আজ দিল্লিতে এ ব্যাপারে প্রারম্ভিক সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, এ বছরের উৎসবের থিম হবে বহুত্বের মধ্যে ঐক্য,সংহতি ও দেশ গঠনের স্বপ্ন। তিনি প্রত্যেককে জাতীয় সংহতির স্বার্থে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অনুরোধ করেছেন। প্রতি বছর ৩১ শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে গুজরাটের একতা নগরে এই উৎসব পালিত হয়। এ বছর অপারেশন সিন্দুরে অংশগ্রহণকারী বীরদের উৎসবে সংবর্ধিত করা হবে।
Site Admin | October 24, 2025 9:35 PM
বিএসএফ-এর মহানির্দেশক দলজিৎ সিং চৌধুরী বলেছেন, এ বছর জাতীয় একতা দিবসের উৎসব হবে অত্যন্ত জাকজমকপূর্ণ
 
		 
									 
									 
									 
									