August 7, 2025 1:36 PM

printer

বিএসএফের ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী অপারেশন সিন্দুর -এর পরবর্তী অভিযানের প্রস্তুতি পর্যালোচনা করতে পাঞ্জাবে জওয়ানদের সঙ্গে দেখা করেন।

বিএসএফের ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী অপারেশন সিন্দুর -এর পরবর্তী অভিযানের প্রস্তুতি পর্যালোচনা করতে পাঞ্জাবে জওয়ানদের সঙ্গে দেখা করেন। বিএসএফ পাঞ্জাব ফ্রন্টিয়ার প্রধান ডঃ অতুল ফুলজুলে তাকে বিস্তারিত জানান। মিঃ চৌধুরী পাঞ্জাব জওয়ানদের সীমান্ত রক্ষায় তাদের নিরলস মনোভাব এবং পেশাদারিত্বের প্রশংসা করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।