December 13, 2025 7:56 PM

printer

বালুচিস্তানে অন্তত আটজন সাধারণ নাগরিককে পাকিস্তানি বাহিনী বলপূর্বক গুম করে দিয়েছে বলে শীর্ষস্থানীয় এক মানবাধিকার সংগঠন জানিয়েছে।

বালুচিস্তানে অন্তত আটজন সাধারণ নাগরিককে পাকিস্তানি বাহিনী বলপূর্বক গুম করে দিয়েছে বলে শীর্ষস্থানীয় এক মানবাধিকার সংগঠন জানিয়েছে। বালোচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিভাগ জানিয়েছে, খুজদার জেলায় পাক বাহিনী তল্লাশি চালিয়ে কয়েকজন যুবক সহ একাধিক ব্যক্তিকে আটক করে, তারপর থেকেই নিখোঁজ রয়েছেন তারা। ক্রমাগত মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনায় উদবেগ প্রকাশ করেছে সংগঠনটি।

   অন্য একটি মানবাধিকার সংগঠন, বালুচ ভয়েস ফর জাস্টিস-BVJ জানিয়েছে,  পাকিস্তানি সেনা আওরান জেলায় সাধারণ নাগরিকদের উপর একাধিক মর্টার শেল নিক্ষেপ করেছে, এর ফলে শিশু সহ কমপক্ষে সাতজন আহত হয়েছেন। হিংসা রুখতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের হস্তক্ষেপ চেয়েছে তারা।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।