বালিপাচার কান্ডের তদন্তে ইডি আজ সকাল থেকে কলকাতা ও ঝাড়গ্রামে তল্লাশী চালাচ্ছে। তল্লাশি চলছে বেহালা ও রিজেন্ট কলোনীতে। সখের বাজারেও একটি বেসরকারী সংস্হার অফিসে তল্লাশী চালাচ্ছেন ইডি আধিকারিকরা।
ঝাড়গ্রামে গোপীবল্লভপুরের নয়াবসান গ্রামে শেখ জাহিরুল নামে এক বালি ব্যবসায়ীর বাড়িতে’ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চালানো হচ্ছে।