বার্ষিক কৈলাশ মানস সরোবর যাত্রা আজ সিকিমের নাথুলা থেকে শুরু হয়েছে। রাজ্যপাল ওম প্রকাশ মাথুর পতাকা নাড়িয়ে যাত্রার সূচনা করেন। কৈলাশ – মানস সরোবরের উদ্দেশ্যে যাত্রার জন্য ৩৬ জন পুন্যার্থীর প্রথম দলটি আজ তিব্বত স্বশাসিত অঞ্চলে প্রবেশ করে। নাথুলার ওপারে চীনা আধিকারিকরা তাদের স্বাগত জানায়। রাজ্যপাল পুন্যার্থীদের সঙ্গে কথাবার্তা বলেও শুভেচ্ছাও জানান।
Site Admin | June 20, 2025 2:11 PM
বার্ষিক কৈলাশ মানস সরোবর যাত্রা আজ সিকিমের নাথুলা থেকে শুরু হয়েছে।
