মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 11, 2025 9:41 PM

printer

বার্ষিক অমরনাথ যাত্রা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে চলেছে

বার্ষিক অমরনাথ যাত্রা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে চলেছে। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার নুনওয়ান, পাহেলগাঁও বেসক্যাম্প এবং মধ্যে কাশ্মীরের গান্দেরবাল জেলার বালতাল বেশ ক্যাম্প থেকে তীর্থ যাত্রীরা উন্নত নজরদারির নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে যাত্রা করে। আগামী ৯ আগস্ট রাখি বন্ধনের দিন এই যাত্রা শেষ হবে।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন