বার্লিনে চার দেশীয় হকি প্রতিযোগিতায় অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে ভারতীয় জুনিয়র পুরুষ হকি দল তৃতীয় স্থান অর্জনের লড়াইয়ে এগিয়ে রয়েছে। ভারতের পক্ষে রোহিত ও আজিত যাদব এবং অষ্ট্রেলিয়ার টবি মালিয়ন গোল করেছেন। ভারত প্রথম ম্যাচে জার্মানির কাছে ১-৭ গোলে পরাজিত হয়েছিল। এরপর ভারত অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারায়। স্পেনের কাছে ভারত ১-৫ গোলে পরাস্ত হয়।
Site Admin | June 26, 2025 7:56 AM
বার্লিনে চার দেশীয় হকি প্রতিযোগিতায় অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে ভারতীয় জুনিয়র পুরুষ হকি দল তৃতীয় স্থান অর্জনের লড়াইয়ে এগিয়ে রয়েছে।
