প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সফর করবেন। বারাণসীতে, প্রধানমন্ত্রী মোদী মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের সঙ্গে সাক্ষাৎ করবেন। শ্রী রামগুলাম ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ভারত সফরে রয়েছেন। প্রধানমন্ত্রী রামগুলাম গত সন্ধ্যায় বারাণসীতে পৌঁছান, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল তাঁকে আনুষ্ঠানিক স্বাগত জানান এবং তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। গত মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মরিশাস সফরেরপর মরিশাসের প্রধানমন্ত্রী রামগুলামের এই সফর দুটি দেশের মধ্যে ‘বর্ধিত কৌশলগত অংশীদারিত্ব’কে আরো উন্নীত করবে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন দ্বিপাক্ষিক আলোচনার সময়, দুই নেতা সহযোগিতার সম্পূর্ণ পরিসর পর্যালোচনা করবেন, বিশেষ করে উন্নয়ন অংশীদারিত্ব এবং সক্ষমতা বৃদ্ধির উপর জোর দেওয়া হবে।
উভয় নেতা স্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, জ্বালানি, পরিকাঠামো, পাশাপাশি পুনর্নবিকরযোগ্য শক্তি, ডিজিটাল পরি কাঠামো ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা করবেন।
ভারত মহাসাগর অঞ্চলে ঘনিষ্ঠ সামুদ্রিক প্রতিবেশী হিসেবে, মরিশাস, ভারতের মহাসাগর নীতি এবং প্রতিবেশী প্রথম নীতির মূল চাবিকাঠি। দুই দেশের মধ্যে সহযোগিতার গভীরতা কেবল উভয় দেশের জনগণের সমৃদ্ধির জন্যই নয়, বরং গ্লোবাল সাউথের সম্মিলিত আকাঙ্ক্ষার জন্যও তাৎপর্যপূর্ণ।
সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদী উত্তরাখণ্ডের বন্যা কবলিত এলাকাগুলির একটি আকাশপথ পরিদর্শন করবেন। এরপর, প্রধানমন্ত্রী কর্মকর্তাদের সাথে একটি উচ্চ-স্তরের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন।