উত্তর প্রদেশের বারাণসীতে পবিত্র গঙ্গা নদীর তীরে আজ দেব দীপাবলি উদযাপিত হচ্ছে। পৌরাণিক মতে ভগবান শিব ত্রিপুরাসুর ও তাঁর তিন পুত্রকে বধ করেছিলেন এই বিশেষ দিনে, তার পরেই দেবতারা স্নান করে দীপাবলি উদ্যাপন করেছিলেন । তাই কার্তিক পূর্ণিমায় পবিত্র নদীতে স্নান করাকে শুভ বলে মনে করা হয়। সকাল থেকেই ভক্তরা গঙ্গা স্নান করছেন। সন্ধ্যা নামতেই হাজার হাজার মাটির প্রদীপ দিয়ে সেজে উঠবে গোটা শহর। এছাড়াও বারাণসীর ঘাটে সন্ধ্যার মূল আকর্ষণ হল মন্ত্রমুগ্ধকর ঘণ্টা এবং শঙ্খধ্বনির সঙ্গে যৌথভাবে পুরোহিতদের আরতি, যা দেখতে দেশ বিদেশ থেকে ভক্তরা ছুটে এসেছেন।
Site Admin | November 5, 2025 12:55 PM
বারাণসীতে পবিত্র গঙ্গা নদীর তীরে আজ দেব দীপাবলি উদযাপিত হচ্ছে