বায়ুদূষণের নিরিখে শীর্ষস্থানে থাকা রাজ্যের ছ’টি শহরের বাতাসের মানের পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা চালু করতে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বেঙ্গালুরু-ভিত্তিক একটি অভিজ্ঞ সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে। আবহাওয়া দফতর যেমন সাত দিনের আগাম জলবায়ুর পূর্বাভাস দেয়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তেমনই সাত দিনের বাতাসের মান বা একিউআই পূর্বাভাস দেওয়া যাবে। এই তথ্য ‘পরিবেশ অ্যাপ’-এর মাধ্যমে সাধারণ মানুষও জানতে পারবেন। আগামী শীতেই এই পরিষেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। একিউআই পূর্বাভাস ব্যবস্থা চালু হলে পরিবহন দফতর, হাউজিং সোসাইটি, পুরসভা সহ সংশ্লিষ্ট সংস্থাগুলিকে আগাম সতর্কবার্তা দেওয়া সম্ভব হবে, যাতে আগে থেকেই দূষণ রোধে ব্যবস্থা নেওয়া যায়। জাতীয় পরিচ্ছন্ন বায়ু কর্মসূচি (এনসিএএপি)-এর তালিকাভুক্ত রাজ্যের বায়ু দূষণের শীর্ষে থাকা শহরগুলি হল কলকাতা, হাওড়া, ব্যারাকপুর, আসানসোল, দুর্গাপুর ও হলদিয়া।
Site Admin | August 13, 2025 9:48 PM
বায়ুদূষণের নিরিখে শীর্ষস্থানে থাকা রাজ্যের ছ’টি শহরের বাতাসের মানের পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা চালু করতে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বেঙ্গালুরু-ভিত্তিক একটি অভিজ্ঞ সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে
