বাব্বার খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই) -এর জঙ্গি পারমিন্দর সিং পিন্ডিকে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির সহযোগিতায় আবুধাবি থেকে ভারতে নিয়ে আসতে সফল হয়েছে পাঞ্জাব পুলিশ।
জানা গিয়েছে, বিদেশে থাকা দুই জঙ্গির অত্যন্ত ঘনিষ্ঠ পারমিন্দর সিং পিন্ডি। পেট্রোল বোম্ব হামলা, হিংসাত্মক আক্রমণ ও পাঞ্জাবের বাটলালা-গুরুদাসপুরে পাচারে অভিযুক্ত এই জঙ্গি। তার বিরুদ্ধে জারি করা হয়েছিল রেড কর্ণার নোটিশ। ভারতের বিদেশমন্ত্রক ও সংযুক্ত আরব আমিরশাহী প্রশাসনের সহযোগিতায় তাকে ভারতে বিচার ব্যবস্থার আওতায় নিয়ে আসা সম্ভব হল।