বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ‘পি এম গতিশক্তি’ প্রকল্প বৃহৎ পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষেত্রে এক সেতু হিসেবে কাজ করছে। নতুন দিল্লীতে চতুর্থ সংস্করণের ‘পি এম গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যান’-এর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এই উদ্যোগ সব সরকারি বিভাগের মধ্যে সমন্বয় সাধনের কাজ করছে।
শ্রী গোয়েল বলেন, বিকশিত ভারত ২০৪৭ এর পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরিকাঠামো ক্ষেত্রের রূপান্তরে এই প্রকল্প বিশেষ ভূমিকা পালন করছে। গত চার বছরে সারাদেশের বিভিন্ন ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা ছড়িয়ে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে পি এম গতিশক্তি সংক্রান্ত বেশকিছু প্রকল্পেরও সূচনা করেন শ্রী গোয়েল।