বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ কাতারের দোহায় দু’ দিনের সফরে যাচ্ছেন। শ্রী গোয়েল এই সফরে কাতারের বাণিজ্যমন্ত্রী শেখ ফয়সাল বিন থানি বিন ফয়সাল আল থানির সঙ্গে কাতার-ভারত বাণিজ্য ও শিল্প কমিশনের যৌথ সভায় সভাপতিত্ব করবেন। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, এই সফর কাতারের সঙ্গে ভারতের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরবে। এই সফরে শ্রী গোয়েল কাতার চেম্বার এবং কাতার ব্যবসায়ী সংগঠনের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গেও দেখা করবেন। এছাড়াও, তিনি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া/ICAI, ইন্ডিয়ান বিজনেস অ্যান্ড প্রফেশনালস কাউন্সিল/ IBPC, এবং কাতারে ভারতীয়দের সঙ্গেও আলোচনা করবেন। মন্ত্রক আরও জানিয়েছে, এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য পর্যালোচনা, সাম্প্রতিক বাণিজ্য বাধা, নিঃশুল্ক বাণিজ্যের সমস্যা সমাধান এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। মন্ত্রক উল্লেখ করেছে, আলোচনায় প্রস্তাবিত ভারত-কাতার মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত থাকতে পারে।