May 19, 2025 9:25 AM

printer

বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে ১৯৬১ র ১৯শে মে,  সিলেট – বিচ্ছিন্ন অসমের বরাক উপত্যকার বাংলা ভাষাভাষী মানুষ  ধর্মঘটে সামিল হন ।

বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে ১৯৬১ র ১৯শে মে,  সিলেট – বিচ্ছিন্ন অসমের বরাক উপত্যকার বাংলা ভাষাভাষী মানুষ  ধর্মঘটে সামিল হন । তাদের সঙ্গে   ছিলেন আরও অনেকেই। রেল অবরোধ করা হয় করিমগঞ্জে। শিলচরে ধর্মঘট শুরু হবার পরই পুলিশ ও সামরিক বাহিনী কোনরকম সতর্কবার্তা ছাড়াই নির্বিচারে আন্দোলনকারীদের ওপর গুলি চালায়।  

শিলচর স্টেশনে বাংলা ভাষার জন্য শহীদ হলেন কমলা ভট্টাচার্য, শচীন্দ্রমোহন পাল,কানাইলাল নিয়োগী, কুমুদ দাস,তরণী দেবনাথ, হিতেশ বিশ্বাস ,চণ্ডীচরণ সূত্রধর সহ মোট বারো জন।কমলা ভট্টাচার্যই এই উপমহাদেশের প্রথম মহিলা ভাষা শহীদ।