মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 5, 2025 9:17 PM

printer

বাংলা নববর্ষ উৎসবের প্রাক্কালে শিয়ালদহ DRM বিল্ডিং আলোকসজ্জায় আলোকিত

পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের সদর দপ্তর DRM বিল্ডিং যা শিয়ালদা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে পাশে অবস্থিত। এই DRM বিল্ডিং ১৮৬৯ সালে নির্মিত হয় এবং তখন থেকে এটি ৭১৫ কিলোমিটার দীর্ঘ শিয়ালদা বিভাগের প্রশাসনিক কেন্দ্র, যা ১০০% বিদ্যুতায়িত। বাংলা নববর্ষ উৎসবের প্রাক্কালে এই DRM বিল্ডিং আলোকসজ্জায় আলোকিত করা হয়।

শিয়ালদা স্টেশন সিটি অফ জয় – এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র যা কলকাতা শহরকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ এবং হাওড়া, হুগলির কিছু অংশের শহরতলীর সঙ্গে সংযুক্ত করে। প্রতি দিন বেশ কিছু মেল/এক্সপ্রেস ট্রেন ছাড়াও শিয়ালদা ডিভিশন ৯৫০ টি EMU/MEMU ট্রেন চালায়। এছাড়া প্রতিদিন ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী যাতায়াত করে যা ভারতের যেকোনও একক রেলওয়ে স্টেশনের মধ্যে সর্বোচ্চ বলে রেল সূত্রের খবর।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।