বাংলার ছেলে রাজদীপ দালাল খেলো ইন্ডিয়া ইউথ গেমস ২০২৫ এ যোগাসনে রৌপ্য পদক পেয়েছেন। বিহারের যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশন এর কমপ্লেক্সে আজ এই অটিস্টিক যোগাসন প্রতিযোগিতা হয়। প্রথম হয়েছেন, রাজস্থানের ঋতিকা বিশ্নোয়, তিনি স্কোর করেন ১৩৫ দশমিক ০/১ পয়েন্ট। দ্বিতীয় রাজদীপের স্কোর ১৩৪ দশমিক ৩/৮ পয়েন্ট। তৃতীয় হয়েছেন মহারাষ্ট্রের আরিয়ান বিভীষণ খারাট। তাঁর স্কোর ১৩৪ দশমিক ১/৩ পয়েন্ট। হুগলীর ত্রিবেণীর ছেলে রাজদীপ তার এই সাফল্যের জন্য তার কোচ সৌমেন দাস ও স্বপ্না পালকে ধন্যবাদ জানিয়েছেন।
রাজদীপ দালাল আকাশবাণীর প্রতিনিধি কাশফিন নাহার কে জানান, তিনি ভীষণ খুশি এই সাফল্যে। এই ধরনের প্রতিযোগিতা দেশের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়দের এগিয়ে যেতে সাহায্য করবে।