মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 15, 2025 7:20 PM

printer

বাংলার ছেলে রাজদীপ দালাল খেলো ইন্ডিয়া ইউথ গেমস ২০২৫ এ যোগাসনে রৌপ্য পদক পেয়েছেন।

বাংলার ছেলে রাজদীপ দালাল খেলো ইন্ডিয়া ইউথ গেমস ২০২৫ এ যোগাসনে রৌপ্য পদক পেয়েছেন। বিহারের যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশন এর কমপ্লেক্সে আজ এই অটিস্টিক যোগাসন প্রতিযোগিতা হয়। প্রথম হয়েছেন, রাজস্থানের ঋতিকা বিশ্নোয়, তিনি স্কোর করেন ১৩৫ দশমিক ০/১ পয়েন্ট। দ্বিতীয় রাজদীপের স্কোর ১৩৪ দশমিক ৩/৮ পয়েন্ট। তৃতীয় হয়েছেন মহারাষ্ট্রের আরিয়ান বিভীষণ খারাট। তাঁর স্কোর ১৩৪ দশমিক ১/৩ পয়েন্ট। হুগলীর ত্রিবেণীর ছেলে রাজদীপ তার এই সাফল্যের জন্য তার কোচ সৌমেন দাস ও স্বপ্না পালকে ধন্যবাদ জানিয়েছেন।

রাজদীপ দালাল আকাশবাণীর প্রতিনিধি কাশফিন নাহার কে জানান, তিনি ভীষণ খুশি এই সাফল্যে। এই ধরনের প্রতিযোগিতা দেশের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়দের এগিয়ে যেতে সাহায্য করবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।