মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 20, 2025 10:30 AM

printer

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ সে দেশের নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের আবেদন সংবলিত আপিলগুলোর উপর বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ সে দেশের নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের আবেদন সংবলিত আপিলগুলোর উপর বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের একটি বেঞ্চ গত ১১ নভেম্বরের শুনানি শেষে  রায়ের জন্য বিশে  নভেম্বর তারিখ নির্ধারণ করে। শুনানি  চলাকালীন, আপিলকারী, পিটিশনকারী এবং রাষ্ট্রের পক্ষের আইনজীবীরা আদালতকে তার ২০১১ সালের  রায় বাতিল করার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের    অনুরোধ করেন।

গত বছর বিএনপি, জামায়াতে ইসলামী, মুক্তিযোদ্ধা মোফাজ্জল ইসলামসহ কয়েকজন নাগরিক এবং দুটি মানবাধিকার সংস্থার পক্ষ থেকে এই পুনর্বিচার আবেদনগুলো দায়ের করা হয়। তারা তখনকার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন পূর্ববর্তী একটি বেঞ্চের ২০১১ সালের সেই রায়কে চ্যালেঞ্জ করে, যেটি ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে এমন ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছিল। ২০১১ সালের রায়ের পর, সংসদ পঞ্চদশ সংশোধনী পাস করে, যা তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে।