December 22, 2025 10:03 PM

printer

বাংলাদেশ সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সংবাদপত্রের সম্পাদক নুরুল কবির অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের একাংশ  বা সরকার স্বয়ং সমন্বিতভাবে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে

বাংলাদেশ সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সংবাদপত্রের সম্পাদক নুরুল কবির অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের একাংশ  বা সরকার স্বয়ং সমন্বিতভাবে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। গত ১৮ ডিসেম্বর রাতের ঐ ঘটনার প্রেক্ষিতে তিনি অভিযোগ করেন, বারবার ফোন ও খবর পাঠানো সত্ত্বেও প্রশাসনের শীর্ষ উপদেষ্টা ও সরকারি কর্মকর্তারা সময়মতো ব্যবস্থা নেননি। কবির এ ঘটনাকে মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে হত্যার চেষ্টা বলে উল্লেখ করেছেন।

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামও একই উদ্বেগ প্রকাশ করে বলেন, হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়। তিনি বলেন, হামলাকারীরা যে সাংবাদিকদের হত্যার হুমকি দিয়েছে ভিডিওতে তা দেখা গেছে। অনেক কর্মী ছাদে আটকে পড়েন, হামলাকারীরা দমকলকেও ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দেয় বলে অভিযোগ করেন তিনি।

সম্পাদক পরিষদ ও নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন – নোয়াবের যৌথ প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই হিংসাত্মক ঘটনা শুধু দুটি সংবাদপত্রের বিরুদ্ধে নয়, গণতন্ত্রের ওপর আঘাতের সামিল। সেদিনের ঘটনাগণমাধ্যমের স্বাধীনতা, জমগণের নিরাপত্তা এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষার সদিচ্ছা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে বলে মন্তব্য করেন তিনি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।