বাংলাদেশ বলেছে,কাশ্মীর নিয়ে উত্তেজনা প্রশমনে তারা ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনার পক্ষে। দক্ষিণ এশীয় অঞ্চলে স্থায়িত্ব বজায় রাখতে আলোচনা এবং কূটনীতির প্রয়োজন বলেও জানানো হয়েছে।
ঢাকায় গতকাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ দপ্তরের উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ঢাকা দক্ষিণ এশীয় অঞ্চলে শান্তি চায়। বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে, হোসেন আরো বলেছেন, আজকের বিশ্বে সমস্ত দেশই নিবিড় যোগাযোগে আবদ্ধ, তাই এক দেশের ঘটনা স্বাভাবিকভাবেই অন্য দেশগুলিতে প্রভাব ফেলে।