December 25, 2025 8:38 AM

printer

বাংলাদেশ ন্যাশালিস্ট পার্টি বিএনপি-র কার্যকরি চেয়ারম্যান তারিক রহমান ১৭ বছর পর আজ দেশে ফিরতে চলেছেন।

বাংলাদেশ ন্যাশালিস্ট পার্টি বিএনপি-র কার্যকরি চেয়ারম্যান তারিক রহমান ১৭ বছর পর আজ দেশে ফিরতে চলেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়ানে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে তিনি রওনা দেন। সঙ্গে রয়েছে স্ত্রী জুবেদা রহমান এবং কন্যা জাইমা।

বিএনপির স্থায়ী কমিটিরি সদস্য সালা উদ্দীন আহমেদ ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, দেশে পৌঁছনোর পর তারখ হরমান দলীয় সমর্থকদের সামনে ভাষণ দেবেন। এরপর ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন তাঁর মা বিএনপি নেত্রী খালিদা জিয়াকেও দেখতে যাওয়ার কথা।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নথিভুক্ত ভোটার হতে যা যা করণীয় সেসমস্ত পদ্ধতিও সম্পূর্ণ করবেন বিএনপি নেতা।

উল্লেখ্য, বাংলাদেশের ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের আগে তাঁর এই দেশে ফেরা বিশেষ তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী বছর ১২ ই ফেব্রুয়ারি সেদেশের ভোটগ্রহণ।