মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

January 6, 2025 9:53 PM

printer

বাংলাদেশ থেকে দেশে ফেরা ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দুপুরে গঙ্গাসাগরে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

বাংলাদেশ থেকে দেশে ফেরা ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দুপুরে গঙ্গাসাগরে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। আর্থিক সাহায্য বাবদ তাঁদের হাতে দশ হাজার টাকা এবং  কিছু উপহারও তুলে দেন তিনি। পাশাপাশি বাংলাদেশে উপকূলরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ার পর জলে ঝাঁপ দিলে যে মত্স্যজীবীর মৃত্যু হয়, তাঁর স্ত্রী পুতুল দাসরে হাতেও দু লক্ষ টাকার চেক তুলে দিয়ে মমতা নদী-সমুদ্রে মাছ ধরতে যাওয়া কোনো মত্স্যজীবীকেই দেশের জলসীমা অতিক্রম না করার পরামর্শ দেন।

 পরে মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে কোনো মৎস্যজীবীর দুর্ঘটনায় মৃত্যু হলে ‘মৎস্যজীবী বন্ধু’ প্রকল্পের আওতায় তাঁর পরিবার দু লক্ষ টাকা সহায়তা পাবে।

নদী সমুদ্রে মাছ ধরতে গিয়ে কেউ যাতে হারিয়ে না যান, তা নিশ্চিত করতে সব মৎস্যজীবীদের জন্য একটি করে বিশেষ ধরনের কার্ডের ব্যবস্থা করা হয়েছে। বলেও মুখ্যমন্ত্রী জানান। তিনি আরও বলেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে ইতমধ্যেই ১২৫ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে এবং জল ধরো জল ভরো প্রকল্পের আওতায় রাজ্যে পাঁচ লক্ষ পুকুর কাটা হয়েছে। সেখানেও মাছের চাষ হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে মুক্তি পাওয়ার পর কাকদ্বীপ এবং নামখানার বাসিন্দা ৯৫ জন মৎস্যজীবী আজ গঙ্গাসাগর পৌঁছন। সমুদ্র তটে একটি অস্থায়ী ঘর তৈরি করে সেখানে তাঁদের চিকিৎসা এবং খাবার ব্যবস্থা করা হয়।