বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের বিজেপি-র সিএএ শিবিরে নাম নথিভুক্ত করার জন্য দলের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ মালদায় সাংবাদিকদের বলেন, বিজেপির পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় নাগরিকত্ব দেওয়ার জন্য সহায়তা শিবির চালু করা হয়েছে। ধর্মীয় উৎপীড়নের কারণে যেসব হিন্দুরা এদেশে এসেছেন, তারা অনুপ্রবেশকারী নন, শরণার্থী। ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত যেসব শরণার্থী এদেশে এসেছেন, তাদের নাগরিকত্ব দেওয়া হবে বলে তিনি জানান। এক্ষেত্রে নানাভাবে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন শ্রী অধিকারী।
মালদার গাজোলের অন্নপূর্ণা কাননে আজ এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিরোধী দলনেতা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার।