মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 30, 2025 9:53 PM

printer

বাংলাদেশ ও জিম্বাবোয়ের মধ্যে দুই ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজ ১-১ এ শেষ হয়েছে।

বাংলাদেশ ও জিম্বাবোয়ের মধ্যে দুই ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজ ১-১ এ শেষ হয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ এক ইনিংস ও ১০৬ রানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে। আজ তৃতীয় দিনে বাংলাদেশের প্রথম ইনিংস ৪৪৪ রানে শেষ হয়। মেহেদি হাসান মিরাজ ১০৪ রান করেন। জিম্বাবোয়ের ভিনসেন্ট মাসেকেসা পাচঁ উইকেট নেন। এরপর জিম্বাবোয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চা পানের বিরতির পর ১১১ রানে অলআউট হয়ে যায়। বেন কারেন ৪৬, ক্রেগ আরভিন ২৫ রান করেন। বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ পাঁচটি, তাইজুল ইসলাম তিনটি উইকেট নেন। মেহেদি হাসান মিরাজ ম্যাচের পাশাপাশি সিরিজেরও সেরা হয়েছেন। খেলার সংক্ষিপ্ত স্কোর জিম্বাবোয়ে ২২৭ ও ১১১। বাংলাদেশ ৪৪৪। উল্লেখ্য, সিলেটে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবোয়ে ৩ উইকেটে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন