অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচারের নিন্দা জানিয়েছে। তারা বলেছে, ইসলাম কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করাকে সমর্থ করে না এবং যারা ধর্মের নামে এমনটি করছে, তাদের এই কাজ থেকে বিরত থাকা উচিত। লখনউয়ের বড় ইমামবাড়ায় অনুষ্ঠিত এ আই এস পি এল বি-র বার্ষিক সম্মেলনে এই নিন্দা জানানো হয়। সম্মেলনে ভারতের বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশ ও নেপাল থেকে উলেমা ও ধর্মাপ্রাণ মুসলিমেরা উপস্থিত ছিলেন।
এ আই এস পি এল বি-র সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসুব আব্বাস বলেন, সম্মেলনে বলা হয়েছে যে বিশ্বজুড়ে সংঘটিত প্রতিটি সন্ত্রাসবাদী কাজকর্ম অত্যন্ত নিন্দনীয় এবং যারা সন্ত্রাসবাদ ঘটায়, বা সন্ত্রাসবাদীদের পৃষ্ঠপোষকতা করে, বা তাদের কোনো ধরণের সহায়তা প্রদান করে, তারা মানবতার শত্রু। তিনি আরো বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী আন্দোলন শুরু করা উচিত যাতে মুষ্টিমেয় সন্ত্রাসবাদীরা ভীত হয়ে পড়ে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকায় কথিত ধর্ম অবমাননার অভিযোগে জনতা হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে এবং তার মৃতদেহ আগুনে পুড়িয়ে দেয়। গত ২৪শে ডিসেম্বর রাজবাড়ী শহরে আরেকটি জনতা অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে আরেক হিন্দু যুবককে হত্যা করে।