মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 20, 2024 9:40 PM

printer

বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলন চরম হিংসাত্মক রূপ নেওয়ার পর প্রায় এক হাজার ভারতীয় পড়ুয়া দেশে ফিরে এসেছেন

বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলন চরম হিংসাত্মক রূপ নেওয়ার পর প্রায় এক হাজার ভারতীয় পড়ুয়া দেশে ফিরে এসেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ৭৭৮ জন ভারতীয় ছাত্রছাত্রী বিভিন্ন স্থলবন্দর দিয়ে এবং প্রায় ২০০ ছাত্রছাত্রী ঢাকা ও চট্টগ্রাম থেকে বিমান যোগে দেশে ফিরেছেন। ঢাকায় ভারতীয় হাই কমিশন এবং চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার সহকারী হাইকমিশন পড়ুয়াদের দেশে ফেরাতে সাহায্য করছে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৪ হাজাররেও বেশি ভারতীয় ছাত্রছাত্রী রয়েছে। ভারতীয় হাইকমিশন তাদের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রেখে চলেছে। নেপাল এবং ভুটানের অনুরোধে সেদেশের ছাত্রছাত্রীদেরও ভারতীয় হাইকমিশন থেকেই সাহায্য করা হচ্ছে। সড়ক পথে স্থলবন্দরে যাওয়ার জন্য ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অন্য দেশের ছাত্রছাত্রীদের জন্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে বেল বিদেশ ণন্ত্রক জানিয়েছে।