ভারত, H-1B ভিসাধারী ভারতীয়দের মার্কিন ভিসা সংক্রান্ত নানা জটিলতা নিয়ে উপযুক্ত কর্তৃপক্ষর সঙ্গে কথাবার্তা বলছে বলে জানিয়েছেন, বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়শোয়াল। তিনি জানান, বহু মানুষ এর ফলে বিপন্ন বোধ করছেন। তাঁরা এ ব্যাপারে বিদেশমন্ত্রককে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন। ভিসা পুনর্নবিকরণ করা দীর্ঘায়িত হওয়ায় বহু পরিবার অসহায় অবস্থায় পড়েছেন। পড়শুনার ক্ষেত্রেও নানা জটিলতার উদ্ভব হচ্ছে।
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার প্রসঙ্গে শ্রী জয়শোয়াল বলেন,ভারত এই নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ময়মনসিংহ শহরে সম্প্রতি এক সংখ্যালঘুর উপর নৃশংস আক্রমণের ঘটনা নিয়ে তিনি বলেন, দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ২ হাজার ৯০০ টির বেশি হিংসাত্মক ঘটনা নথিভুক্তকরা হয়েছে। এর মধ্যে রয়েছে, হত্যা,লুঠতরাজ,অগ্নিসংযোগ, জায়গা-জমি দখল করে নেওয়া সংক্রান্ত একাধিক অভিযোগ।