January 9, 2026 9:55 PM

printer

বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয়ে এক প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, এ ধরনের সাম্প্রদায়িক হিংসার কড়া হাতে মোকাবিলার প্রয়োজন।

বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয়ে এক প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, এ ধরনের সাম্প্রদায়িক হিংসার কড়া হাতে মোকাবিলার প্রয়োজন। লাগাতার সংখ্যালঘুদের ওপর অত্যাচারের পাশাপাশি তাঁদের বাড়িঘর দোকানপাটের ওপর হামলা চালানো হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এসব ক্ষেত্রে প্রশাসনিক অবহেলা অপরাধীদের আরো সাহস জোগায় এবং সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার অনুভূতি আরও প্রকট করে তোলে বলে শ্রী জয়সওয়াল মন্তব্য করে্ন

এদিকে, ব্রিটেনের  শ্যাডো  ফরেন সেক্রেটারি  প্রীতি প্যাটেল বাংলাদেশে হিন্দুদের ওপর ক্রমবর্ধমান হিংসার  খবরে গভীর উদ্বেগ প্রকাশ করার পর সেদেশে ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতি নতুন করে আন্তর্জাতিক মহলের নজরে এসেছে।

ব্রিটেনের ফরেন সেক্রেটারির  কাছে লেখা এক চিঠিতে প্রীতি প্যাটেল  বলেনমাত্র ১৮ দিনের ব্যবধানে বাংলাদেশে কমপক্ষে  ছজন হিন্দু প্রাণ হারিয়েছেন । এই ধরনের হিংসাকে কখনোই  মেনে নেওয়া যায়না।  ধর্মীয় স্বাধীনতা রক্ষার ওপর তিনি জোর দেন।