December 23, 2025 11:08 AM

printer

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগে কলকাতায় গতকাল প্রতিবাদ মিছিল করে বিজেপি।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগে কলকাতায় গতকাল প্রতিবাদ মিছিল করে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দলের পরিষদীয় সদস্যরা এবং সাধুসন্ত সমাজ যৌথভাবে এই মিছিলে অংশ নেন।  নিজাম প্যালেস থেকে শুরু হয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের উদ্দেশ্যে এই মিছিল রওনা হলেও বেকবাগান মোড়ে তাঁদের পথ আটকায় পুলিশ। সেখানে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তারা। বিরোধী দলনেতা জানান, বাংলাদেশে দীপু দাসের হত্যার প্রতিবাদে ২৪ তারিখ সব সীমান্তবর্তী এলাকায় প্রতিকি প্রতিবাদ জানানো হবে।

    প্রদেশ কংগ্রেস’ও একই অভিযোগে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখায়।

এর প্রতিবাদে রাস্তায় নামেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভার গাড়াপোতায় বিজেপির প্রতিবাদ পরিবর্তন যাত্রা থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।

জেলার বনগাঁতেও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

অন্যদিকে, শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চ, শিলিগুড়ি মহানগরের আহ্বানে বাঘাযতীন পার্ক থেকে শুরু হওয়া একটি প্রতিবাদ র‍্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে বাংলাদেশ ভিসা অফিসের সামনে পৌঁছয়।