বাংলাদেশের ময়মনসিংহে হরিকিশোর রায়চৌধুরী রোডে অবস্থিত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত শতাব্দী প্রাচীন বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে এবং ওই স্থানে আধা-কংক্রিটের নতুন ভবন নির্মাণ করা হবে। আগে এই বাড়িটি ময়মনসিংহ শিশু একাডেমী হিসেবে ব্যবহৃত হত। সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর পৈতৃক বাড়ি এটি। স্থানীয় বাসিন্দারা বলেন, শতাব্দী প্রাচীন এই বাড়িটি ভেঙে ফেলার ফলে ময়মনসিংহ শহরে রায় রাজবংশের উত্তরাধিকার মুছে যাবে। ভবনটি রক্ষার অনুরোধ জানানো হলেও সেই অনুরোধ ব্যর্থ হয়। প্রথম আলো সংবাদপত্রের দেওয়া তথ্য অনুসারে , প্রত্নতাত্ত্বিক গবেষক এবং লেখক স্বপন ধর বলেন, বাড়িটির অবস্থা এমন যে এটি সংরক্ষণ করা সম্ভব নয়। এটি আরও আগে সংরক্ষণ করা যেত। তাই ঐতিহ্য সংরক্ষণের জন্য বাড়িটি আগের মতোই করার দাবি জানান তিনি।
Site Admin | July 17, 2025 9:36 AM
বাংলাদেশে বিশ্ববরেণ্য চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য ভারত অনুরোধ জানিয়েছে।
