বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন করে সৃষ্ট হিংসার প্রেক্ষিতে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস, সেদেশের সব পক্ষকে উচ্চ সতর্কতা বজায় রাখার পাশাপাশি উত্তেজনা প্রশমন এবং হিংসা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন। ছাত্রনেতা শরীফ ওসমান বিন হাদির হত্যার নিন্দা করে রাষ্ট্রসঙ্ঘ প্রধান বাংলাদেশ কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার অধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত নিরপেক্ষ তদন্ত করতে বলেছে।
উল্লেখ্য, হাদির মৃত্যুতে বাংলাদেশের বিভিন্ন জেলায় হিংসা ছড়িয়ে পড়ে। হিংসায় ইন্ধন জোগাচ্ছে এমন কন্টেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকার ফেসবুক মেটাকে চিঠি লিখেছে। জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে চলছে নজরদারী।
এদিকে, ভাঙচুর ও হামলা সত্ত্বেও আজ দ্য ডেইলি স্টার ও প্রথম আলো সংবাদ মাধ্যমের দপ্তরে কাজ চলেছে।