বাংলাদেশে গতকাল কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪-তম মৃত্যু বার্ষিকী পালিত হয়। ১৯৪১ সালের ৭-ই আগস্ট ৮০ বছর বয়সে প্রয়াত হন বিশ্ব কবি। সেদেশের ক্যালেন্ডার অনুযায়ী গতকাল ২২-শে শ্রাবণ, তাঁর প্রয়াণ বার্ষিকী। এই উপলক্ষে ঢাকায় ভারতীয় হাই-কমিশনে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র আই জি সি সি-তে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী তাঞ্জিনা তোমা ও দেবলিনা সুর সঙ্গীত পরিবেশন করেন।
বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমী, ছায়ানট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও এই উপলক্ষে নানা অনুষ্ঠানে কবিকে স্মরণ করা হয়।