August 5, 2024 9:24 AM

printer

বাংলাদেশে উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের সেদেশে না যাবার পরামর্শ দিয়েছে ।

বাংলাদেশে উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের সেদেশে না যাবার পরামর্শ দিয়েছে । একই সঙ্গে মন্ত্রক, বাংলাদেশে এই মুহূর্তে যে সব ভারতীয় নাগরিক রয়েছেন,তাদের খুব সাবধানে থাকার পরামর্শ দিয়েছে । জরুরী প্রয়োজন ছাড়া কেউ যাতে না বের হয় তা-ও বলা হয়েছে। প্রয়োজনে জরুরি ফোন নম্বরের মাধ্যমে ঢাকায় ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। নম্বরগুলি হল

০০৮৮০১৯৫৮৩৮৩৬৭৯

০০৮৮০১৯৫৮৩৮৩৬৮০

০০৮৮০১৯৩৭৪০০৫৯১

এদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুক বলেছেন বাংলাদেশে মর্মান্তিক সহিংসতা বন্ধ করতে হবে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হেনস্থা  বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ঢাকায় আজ যে গণ মিছিল আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এর বিপরীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব-শাখাকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দাঁড়াতে বলা হয়েছে, তার জন্য তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এতে  যে আরও প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হবার আশঙ্কা রয়েছে। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।