বাংলাদেশে ইনকিলাব মঞ্চ, তাদের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর ঘটনার ন্যায় বিচার সুনিশ্চিত না হলে, ইউনুস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে গদিচ্যুত করার জন্যে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে। মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবের ঢাকায় শহীদ হাদি চত্বরে গতকাল এক জরুরি সাংবাদিক সম্মেলনে একথা জানান। তিনি বলেন, হাদির নামাজ এ জানাজার সময় যে ২৪ ঘণ্টার চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছিলো, তা পেরিয়ে গেছে। কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের উপদেষ্টা বা আইন বলবতকারি সংস্থাগুলি এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তারে কোন পদক্ষেপই নেয়নি।
জাবের, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা এবং দায় এড়ানোর অভিযোগ করেছেন। তিনি আরও বলেন, হাদির জন্যে ন্যায় বিচার ছাড়া কোন ভোট গ্রহণই হতে পারেনা।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে প্রতিবাদ, মিছিল এবং রাস্তায় নেমে বিক্ষোভ কর্মসূচীর কথাও ঘোষণা করা হয়। হাদির মৃত্যুর ন্যয়বিচার পাওয়া গেলে তবেই তারা অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে, নাকি গদিচ্যুত করার জন্য আন্দোলনে নামবে বলে সেব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও মঞ্চের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে।