বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও আগামী বছরের ১২ই ফেব্রুয়ারি নির্ধারিত গণভোটকে কেন্দ্র করে সম্ভাব্য হিংসার আশঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা ও ভ্রমণ সংক্রান্ত একটি সতর্কতা জারি করেছে।
ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সতর্কতা বাংলাদেশের সব অঞ্চলের জন্য প্রযোজ্য। দূতাবাসের মতে, নির্বাচনের আগে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ তীব্রতর হতে পারে। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া জমায়েতও হঠাৎ করে উত্তেজনাপূর্ণ েবং হিংসাত্মক হয়ে উঠতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই দেশে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং ইতোমধ্যে কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হিংসার খবর পাওয়া গেছে। আমেরিকান দূতাবাস, বাংলাদেশে থাকা সেদেশের নাগরিকদের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে নজর রাখা, পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা এবং বিশেষ করে রাজনৈতিক কর্মসূচির আশপাশে সতর্কটা বজায় রাখার পরামর্শ দিয়েছে।