বাংলাদেশে আগামীকাল বিকেল ৫ টায় জুলাই ঘোষনা পত্র প্রকাশ করা হবে। ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জন সমাবেশে এই ঘোষনা পত্র প্রকাশিত হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা প্রফেসর মহম্মদ ইউনুস অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে সংবাদ সংস্থা বি এস এস জানিয়েছে।
উল্লেখ্য, গতবছর জুলাইমাসে সেদেশে গড়ে ওঠা গণ অভ্যুত্থানের আনুষ্ঠানিক বিবৃতি হলো এই জুলাই ঘোষনা পত্র। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এটি তৈরী করা হয়েছে। রাজনৈতিক, সাংবিধানিক এবং প্রশাসনিক নানা দিক নিয়ে ২৬টি মূল বিষয় এই ঘোষনা পত্রে উল্লেখ করা হয়েছে। তবে এই ঘোষনাপত্রের বিষয়বস্তু নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেমতভেদ তৈরী হয়েছে। এই ঘোষনাপত্রটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে কিনা তা নিয়েও তৈরী হয়েছে সন্দেহ।
৩০টি রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় আলোচনার পর গত ২৮ শে জুলাই খসরা ঘোষণাপত্র প্রাথমিকভাবে প্রকাশ করা হয়েছিল।