September 2, 2024 9:04 AM

printer

বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চেয়ে যে আবেদন করা হয়েছিল, হাইকোর্ট তা খারিজ করেছে

বাংলাদেশে, সম্প্রতি ছাত্রদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের সময় ছাত্র ও সাধারণ মানুষ হত্যায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চেয়ে যে আবেদন করা হয়েছিল, হাইকোর্ট তা খারিজ করেছে। ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ- ইউএনবি জানিয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আদালতে ১৯শে আগস্ট মানবাধিকার সংস্থা ‘সারদা’র আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া হাইকোর্টে আবেদনটি জমা দেন। অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান বলেছেন, আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ এই রায় দিয়েছে।