বাংলাদেশে চট্টগ্রামের একটি আদালত, বর্তমানে কারাবন্দি ইসকনের প্রাক্তন সন্ন্যাসী, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র, চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে। ওই মামলার তদন্তকারী আধিকারিকের দাখিল করা আবেদনের ভিত্তিতে ভার্চুয়াল শুনানিতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ জারি করেন। শুনানির সময় চিন্ময় কৃষ্ণের পক্ষে কোন আইনজীবী উপস্থিত ছিলেন না।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ শে নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। গত পাঁচমাস ধরে তিনি কারাবন্দি। তার গ্রেফতারের পর সংখ্যালঘু হিন্দুরা চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ দেখান। পরদিন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিনের আবেদন খারিজ করে দিয়ে তাকে আটকের নির্দেশ দিলে আদালত প্রাঙ্গনেই আইন প্রয়োগকারী সংস্থা ও চিন্ময় অনুগামীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সেই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ওপর হামলা চালানো হয়। এই প্রেক্ষিতে চিন্ময় দাস সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর গত তিরিশে এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টের একটি বেঞ্চ চিন্ময় প্রভুর জামিন মঞ্জুর করলেও রাষ্ট্রের আবেদনের ভিত্তিতে শীর্ষ আদালতের বিচারপতি মোহাম্মদ রেজাউল হক সেদিন সন্ধ্যাতেই তার জামিন স্থগিত করে দেন। বিজনেস স্টেন্ডার্ড সংবাদপত্র সূত্রে এ খবর পাওয়া গেছে