December 11, 2025 9:47 PM

printer

বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।জুলাইয়ের জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটও একই দিনে অনুষ্ঠিত হবে

বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।জুলাইয়ের জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটও একই দিনে অনুষ্ঠিত হবে। সেদেশের মুখ্য নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আজ নির্বাচনের সূচী ঘোষণা করেন। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি নির্বাচনী প্রক্রিয়ার সময়সূচী বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, যা ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাইলফলক।মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে ৩০ ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি। ১১ জানুয়ারি  রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দাখিলের শেষ তারিখ। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারী।প্রবাসী বাংলাদেশিরা ডাকযোগে ভোট দিতে পারবেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হয়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।