মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

March 29, 2025 6:35 PM

printer

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ সাহায্য অর্ধেক করার সিদ্ধান্ত বদল করছে রাষ্ট্রসংঘের সংস্থা World Food Programme ।

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ সাহায্য অর্ধেক করার সিদ্ধান্ত বদল করছে রাষ্ট্রসংঘের সংস্থা World Food Programme । সংস্থার আধিকারিক, কুন লি বলেন, আন্তর্জাতিক সাহায্য সময়মত পাওয়াতেই এই সিদ্ধান্ত। তিনি জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্র ৭ কোটি ৩০ লক্ষ ডলার অর্থ সাহায্য করেছে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিভিন্ন খাতে USAID বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ায়, এই ত্রাণ সাহায্য মাথপিছু ১২.৫০ ডলার থেকে কমিয়ে ৬ ডলার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কক্স বাজারের শরণার্থীরা জনপ্রতি ১২ ডলার এবং ভাসান চরের শরণার্থীরা ১৩ ডলার করে অর্থ সাহায্য পাবেন বলে বাংলাদেশ শরণার্থী সংস্থার মুখপাত্র শামসুদ দুজা নয়ন জানান।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।